![]() |
| প্রেম প্রতিনিয়ত বদলায়! |
প্রত্যেকটা মানুষের জীবনে একাধিক প্রেমের সম্পর্ক তৈরী হতে পারে। একাধিক সম্পর্কের এই ব্যাপারটা মোটেই অস্বাভাবিক আচরণ কিংবা দোষের কিছু নয়। বরং মনস্তত্ত্বিক পরিক্রমায় স্বাভাবিক মানবসুলভ স্বভাব।
আমাদের অনেকের অতীত জীবনে হয়তো একটি বিশেষ প্রেমের সম্পর্ক ছিলো। যে সম্পর্কের স্মৃতি দীর্ঘদিন হৃদয়ে দাগ কেটে যায়। সহজেই এই স্মৃতি মন থেকে মুছে ফেলা যায় না। এই অতীত সম্পর্কের ক্ষত দীর্ঘদিন বয়ে বেড়াতে হয়। বিভিন্ন পরিস্থিতিতে সেই স্মৃতি বারংবার আমাদের হাতড়ে বেড়ায়। হতে পারে অতীতের সেই স্মৃতি হ্যাপিনেজ রোমন্থন কিংবা টক্সিসিটির অনল।
একটি সম্পর্ক নষ্ট হওয়ার পর একজন মানুষ নতুন সম্পর্কের দিকে ধাবিত হতে পারে। কিন্তু শুনতে অবাক হলেও সত্যি, অনেকেই তার নতুন সম্পর্কে পুরোনো অতীতের স্মৃতি হাতড়ে বেড়ায়। অনেকে বর্তমান মানুষটার সাথে তার প্রাক্তনের অস্তিত্ব মেলাতে চেষ্টা করে। যার জন্য স্বভাবতই অতীত সম্পর্কের স্মৃতির সাথে নতুন তৈরী সম্পর্কের অঘোষিত তুলনা শুরু হয়। ধীরেধীরে অতীতের হাতড়ে বেড়ানো স্মৃতির জন্য নতুন তৈরী হওয়া সম্পর্কের ফাটল ধরতে শুরু করে।
আবার হৃদয়ে দাগ কেটে যাওয়া অতীত সম্পর্কের ক্ষত বয়ে বেড়ানো অনেকের কাছে; নতুন প্রেমের সম্পর্কে জড়ানো ব্যাপারটা ‘’ফ্যান্টাসি’’ হিসাবে আবির্ভূত হয়। ফ্যান্টাসিতে ভোগা এইসব মানুষদের সুবিধা হলো, তারা ইচ্ছা করলেই হরহামেশা একটি নতুন সম্পর্কে জড়িয়ে যেতে পারে। সোজা বাংলায় বলতে গেলে তারা তাদের নিজস্ব গুণাবলী দ্বারা অপরজনকে খুব সহজেই সম্পর্কের মায়াজালে আবদ্ধ করতে পারে।
তাদের নিত্য-নতুন সম্পর্কের ফ্যান্টাসিতে ভোগার জন্য একটা বিশেষ কারণ আছে। কারণ তারা মূলত চিন্তা করে নতুন একটি সম্পর্কে জড়িয়ে গেলে অতীত সম্পর্কের স্মৃতি ভুলে থাকতে পারবে। আদতে ব্যাপারটা ঘটে উল্টো।
প্রথমত, এভাবে অতীত সম্পর্কের কথা ভোলা যায় না। দ্বিতীয়ত, নতুন তৈরী করা সম্পর্কের প্রতি তাদের বিশেষ কোনো অনুভূতি কাজ করে না। এই নতুন সম্পর্কের শুরুতে প্রথম কয়েকদিন ভালো লাগে। তারপর যথারীতি ডোন্ট কেয়ার ভাব চলে আসে। ফলে ফ্যান্টাসির দরুণ তৈরী হওয়া সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। তারপর আবার ফ্যান্টাসিতে তৈরী হয় আরেকটি নতুন সম্পর্ক। ফলাফল সেই পূর্বের মতই। এইভাবে একটা অতীত সম্পর্কের স্মৃতির জন্য তৈরী হতে থাকে শতশত বাজে সম্পর্কের স্মৃতি।
অনেকসময় আবার অতীত সম্পর্কের স্মৃতি হাতড়ে বেড়ানো সেই মানুষটার কাছে পুণরায় ফিরে যাওয়ার সুযোগ আসে। আমরা হয়তো মাঝেমাঝে আবার ফিরেও যাই। কিন্তু ফিরে গিয়ে আদতে কোনো লাভ হয় না। কারণ সেই সম্পর্কটা সবচেয়ে তলানিতে পৌঁছে সবচেয়ে বাজে পরিস্থিতিতে বিচ্ছেদ হয়।
আমরা যখন পুণরায় আবার সম্পর্ক জোড়া লাগাতে যাই, তখন মূলত সেই তলানি থেকেই আমাদের যাত্রা শুরু হয়। হাজার প্রতিকূলতা মোকাবেলা করে সেই তলানি থেকে উত্তরণ আর সম্ভব হয়ে উঠে না। তাই পুণরায় অতীত সম্পর্কে ফিরে গিয়ে নতুন করে দুঃসহ স্মৃতি বয়ে বেড়ানো অর্থহীন।
জীবনে যদি কখনো অতীতের কোনো সম্পর্কের স্মৃতির জন্য হৃদয়ে দাগ কেটে যায়; তবে সকল মনুষ্যোচিত সম্পর্ক থেকে দীর্ঘদিন নিজেকে বিচ্ছিন্ন রাখা উচিত। নিজেকে যথেষ্ট সময় দেওয়া উচিত, নিজের স্বত্ত্বাকে যত্ন করা উচিত, নিজের আত্মাকে ভালবাসা উচিত। কারণ অতীত সম্পর্কের সেই মানুষটির কাছে আপনার নিজস্ব স্বত্ত্বার অংশীদারীত্ব বিলিয়ে দিয়েছেন। ফলে অতীতে হারিয়ে ফেলা সেই স্বত্ত্বা আপনার জীবনে আসা নতুন মানুষটিকে দেওয়া সম্ভব হচ্ছে না।
একটা সম্পর্ক শেষে হুটহাট আরেকটা নতুন সম্পর্কে জড়িয়ে গেলেই প্রকৃতপক্ষে ভালো থাকা যায় না। নতুন একটা সম্পর্কে জড়ানোর মাধ্যমে সবকিছু আগের মত রাতারাতি ঠিক হয়ে যায় না। বরং জীবনটা ধীরেধীরে আরো জটিল এবং ধূসর হতে থাকে।
একটি দুঃসহ স্মৃতিতে প্রেমের সম্পর্ক নষ্ট হওয়ার পর মানুষকে নতুন সম্পর্কে জড়ানোর জন্য দীর্ঘদিন অপেক্ষা করা উচিত। নিজের হারিয়ে যাওয়া স্বত্ত্বা পূর্বের ন্যায় পূর্ণ বিশ্বাসে দৃঢ় করা উচিত। সমুন্নত সময়ের জন্য একান্তচিত্তে নিজের আত্মা ও মননের প্রেমে পড়া উচিত। যেখানে মর্ত্যলোকের সাথে সৃষ্টি হবে অহং সন্নিবেশ।

অসাধারণ উপস্থাপন ❤️
ReplyDelete